২০২১ সালে হাটহাজারীতে মোদী বিরোধী আন্দোলনে গুলি চালিয়ে মাদ্রাসার ছাত্র হত্যাকরার দায়ে হাটহাজারী থানার সাবেক ওসি রফিক সহ মোট ১৯৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে । আজ শুক্রবার, তার বিরুদ্ধে মামলাটি করেন মজলুম হেফাজত নেতৃবৃন্দের স্বজনরা । মামলা করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় । মামলা করতে গেলে তাদেরকে তিন থেকে চার ঘন্টা বসিয়ে রেখে মামলটি নিল পুলিশ প্রশাসন ।
এছাড়া আসামিদের মধ্যে অন্যতম মোঃ রফিকুল ইসলাম তৎকালীন অফিসার ইনচার্জ হাটহাজারী মডেল থানা, এসএম রশিদুল হক তৎকালীন পুলিশ সুপার, চট্টগ্রাম , শাহাদাত হোসেন তৎকালিন এ.এস পি হাটহাজারী সার্কেল। আব্দুল্লাহ আল মাসুম, তৎকালীন এ.এসপি ডিএসবি, চট্টগ্রাম , কেশর চক্রবর্তী তৎকালিন ওসি ডিবি, চট্টগ্রাম , আমীর হোসাইন, তৎকালীন ওসি ইন্টেলিজেন্স হাটহাজারী মডেল থানা, রাজিব শার্মা , তৎকালিন ওসি তদন্ত, হাটহাজারী মডেল থানা, মো: শফিকুল ইসলাম তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশি, হাটহাজারী মডেল থানা, মুকিব হাসান তৎকালিন এসআই, হাটহাজারী মডেল থানা, মোঃ কবির হোসেন, তৎকালিন এসআই মটমাজারী মডেল থানা, মোঃ জসিম উদ্দিন দেওয়ান, তৎকালীন এসআই , হাটহাজারী মডেল থানা।
এছাড়াও আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন পুলিশ সদস্য ও ১০০/১৫০ জন অজ্ঞাতনামা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী এই মামলার আসামি।
এছাড়াও এই আন্দোলনে নির্মমভাবে মাদ্রাসার ছাত্র হত্যার সাথে আওয়ামীলীগ নেতা মোঃ মনজুরুল আলম এবং যুবলীগ নেতা হানিফ ও জাবেদ প্রত্যক্ষভাবে যুক্ত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও এজাহারে মোঃ মনজুরুল আলম এর নাম থাকলেও হানিফ ও জাবেদের নাম উল্লেখ করেনি অভিযোগকারীরা। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনীভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি ।